০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কেনিয়ায় বিক্ষোভের মুখে কর বৃদ্ধি বাতিলের ঘোষণা প্রেসিডেন্টের

-

বিক্ষোভের মুখে অবশেষে কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পার্লামেন্টে পাস হওয়া এ-সংক্রান্ত বিলে সই করবেন না বলে জানিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসবেন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, কেনিয়ার জনগণের কথা মনোযোগ দিয়ে শুনছি। তারা জোর দিয়ে বলছেন আর্থিক বিল ২০২৪ নিয়ে তাদের করার কিছু নেই। এ কারণে বিলটিতে আমি স্বাক্ষর করব না। পরবর্তী সময়ে এটি প্রত্যাহার করা হবে।
কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সত্ত্বেও মঙ্গলবার ওই বৃদ্ধিসংক্রান্ত বিলটি পাস হয় কেনিয়ার পার্লামেন্টে। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন দেশটির তরুণরা। পার্লামেন্টের সামনে তো বটেই ভেতরেও ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় তারা পার্লামেন্টের ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে পার্লামেন্ট ভবনে আগুন দেন বিক্ষোভকারীরা। পুলিশ ও সেনাসদস্যদের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (কেএনএইচআরসি) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২২ বিক্ষোভকারী নিহত হয়েছে। ২০২২ সালে রুটো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কেনিয়ায় এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। মঙ্গলবার যে বিলটি পাস হয়েছে, সেটি নিয়ে গত সপ্তাহ বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের মুখে বিলটির বেশ কিছু অংশ বাদ দেয়া হয়। কিন্তু বিক্ষোভকারীরা পুরো বিল বাতিলের দাবি জানান।


আরো সংবাদ



premium cement