১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করাচিতে তীব্র গরমে ৬ দিনে ৫ শতাধিক মৃত্যু

-

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের প্রাণহানির সংখ্যাও। পাকিস্তানের অ্যাম্বুলেন্স সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইধি কর্তৃপক্ষ বলছে, তারা সাধারণত করাচি শহরের মর্গে প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের লাশ নিয়ে যায়। গত ছয় দিনে তারা ৫৬৮ জনের লাশ পেয়েছে। এর মধ্যে শুধু গত মঙ্গলবারই পাওয়া গেছে ১৪১টি লাশ।
তাদের মৃত্যুর কারণ কী, তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে এত দ্রুত সময়ের মধ্যে বলা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ইধি। তবে করাচিতে মানুষের প্রাণহানির সংখ্যা এমন সময়ে বেড়েছে, যখন সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, আর্দ্রতা বেশি থাকায় ওই তাপমাত্রাকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূতি হচ্ছে। এমন পরিস্থিতিতে লোকজন হাসপাতালে ছোটাছুটি করছে।
করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইমরান সারওয়ার শেখ বলেন, রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন। ইমরান সারওয়ার শেখ আরো বলেন, হাসপাতালে আসা মানুষের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ বছর। কয়েকজনের বয়স ৪৫ বছরের কাছাকাছি। এক তরুণ দম্পতিও ছিলেন, যাদের বয়স বিশের কোঠায়। উপসর্গগুলোর মধ্যে আছে বমি, ডায়রিয়া ও তীব্র জ্বর। জনগণকে স্বস্তি দেয়ার চেষ্টায় হিটওয়েভ সেন্টার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে।
করাচিতে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহও নিরবচ্ছিন্ন থাকছে না। এতে মানুষের ভোগান্তি আরো বেড়েছে।


আরো সংবাদ



premium cement