জাপোরিজিয়া বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনই হামলা চালিয়েছে : রাশিয়া
- রয়টার্স
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের ভেলিকা জানামাঙ্কায় অবস্থিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে। গতকাল বুধবার এমন দাবি করেছে বিদ্যুৎকেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা। রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিশেষজ্ঞরা এলাকার বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।
বিকিরণের এ মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করেছিল রাশিয়ার সেনারা। এর পর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা