দাগেস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এরদোগানের
- আনাদোলু এজেন্সি
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রাশিয়ার দাগেস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। ২৫ জুন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে করা একটি ফোন কলে তিনি এ হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্সির যোগাযোগ অধিদফতর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের অবস্থান তুলে ধরেছেন। তিনি দৃঢ়ভাবে এ হামলার নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এরদোগান সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এরদোগান রুশ প্রেসিডেন্টকে বলেছেন, আঙ্কারা এ অঞ্চলে সব ধরনের সঙ্ঘাত বন্ধের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখ্য, ২৩ জুন, রোববার দাগেস্তানের মাখাচকালা ও দেরবেন্ত শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, খ্রিষ্টানদের একটি অর্থোডক্স গির্জা এবং পুলিশের একটি তল্লাশিচৌকিতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা করে। এই হামলায় ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং একজন ধর্মযাজকসহ পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা