১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় খুশি যুক্তরাষ্ট্র

-

যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার দুই শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। এ ঘটনায় বেজায় খুশি যুক্তরাষ্ট্র আইসিসির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আইসিসিকে ওই ধন্যবাদ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনে রাশিয়া যা করছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই স্বারাচারী কর্মকাণ্ডের জন্য রাশিয়াকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
উল্লেখ্য, ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে এই দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য জানানো হয়। আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দু’জনই যুদ্ধাপরাধের জন্য দায়ী। কারণ, তাদের নির্দেশেই সাধারণ মানুষ ও তাদের ঘরবাড়ির ওপর রুশ বাহিনী হামলা চালিয়েছে।
রুশ কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানায় আনন্দ প্রকাশ করলেও ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর একই অপরাধে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তখন আইসিসির কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র।


আরো সংবাদ



premium cement