রাশিয়ায় অফিস ভবনে আগুন, ৮ জনের মৃত্যু
- বিবিসি
- ২৬ জুন ২০২৪, ০০:০৫
রাশিয়ায় রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ আগুনে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। জরুরি সেবা কর্মকর্তারা বার্তা সংস্থা তাসকে বলেছেন, মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, আগুনে ভবনের ভেতরে ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আরো দুইজন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহার হতো তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। এটি এক সময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ভবন ছিল বলে জানিয়েছে তাস। তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ট্রনিক্স বলছে, ভবনটি ১৯৯০ এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা