১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রুশ সেনাপ্রধান ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসির

-

ইউক্রেনে আগ্রাসনের সময় যুদ্ধাপরাধ সঙ্ঘটনের অভিযোগে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক আদালত বলেছে, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় ওই দুই সন্দেহভাজনের বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা। ইউক্রেনে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালানোর ঘটনায় রুশ কর্মকর্তারা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সামরিক বাহিনীতে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল।
এ দিকে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও দেশটির এই আদালতের সদস্য নয়। রাশিয়া বারবার বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। একই সাথে ইউক্রেনে বেসামরিক নাগরিক কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। অন্য দিকে ইউক্রেনও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তারপরও আইসিসিকে ইউক্রেনীয় ভূখণ্ডে সংঘটিত অপরাধের বিচার করার এখতিয়ার দিয়েছে দেশটি। ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল