ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা ম্যাক্রোঁর
- পলিটিকো
- ২৬ জুন ২০২৪, ০০:০৫
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, আসন্ন নির্বাচনে অতি বাম বা অতি ডানপন্থীরা জয়লাভ করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে। ২৪ জুন, সোমবার ‘জেনারেশন ডু ইট ইউরসেল্ফ’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
ম্যাক্রোঁ বলেছেন, কট্টর বামপন্থী ফ্রান্স আনবোড পার্টি এবং মারিন ল্য পেনের অতি ডানপন্থী ন্যাশনাল রথ্যালি (আরএন) পার্টি উভয়ই বিভাজনমূলক নীতি অনুসরণ করে থাকে। এসব নীতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট আরো বলেছেন, নিরাপত্তাহীনতার কারণে অতি ডানপন্থীরা মানুষের ধর্ম বা তাদের উৎস নিয়ে বাড়াবাড়ি করে। তাদের এই নীতি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। তিনি যোগ করেছেন, জাঁ-লুক মেলেনচনের নেতৃত্বে কট্টর বামপন্থীরা নির্বাচনে জয়লাভের জন্য এক ধরনের বিভাজনকে উৎসাহিত করছেন। তাদের এই নীতিও গৃহযুদ্ধের সৃষ্টি করতে পারে। কারণ এটি মানুষকে তাদের ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীতে বিভাজন করছে। ম্যাক্রোঁ ফ্রান্স আনবোড পার্টির সমালোচনা করে বলেছেন, তারা মুসলিম ভোটারদের আকৃষ্ট করার জন্য গাজায় ইসরায়েলের যুদ্ধকে ব্যবহার করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা