১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেক্সিকোতে এক সপ্তাহের মধ্যে ২ মেয়রকে হত্যা

-

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দু’জন মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার একথা জানিয়েছে। গুয়েরেরো রাজ্যের আরেক মেয়র সালভাদর ভিল্লালবা ফ্লোরেসকে হত্যার কয়েকদিন পরই মালিনাল্টেপেকের প্রতিনিধিত্বকারী অ্যাকাসিও ফ্লোরেসের হত্যাকাণ্ডটি ঘটে। মেয়র সালভাদর ভিল্লালবা ২ জুনের ভোটে নির্বাচিত হয়েছিলেন। অ্যাকাসিও ফ্লোরেস ফ্লোরেস একটি আদিবাসী সম্প্রদায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন।
একজন মানবাধিকার কর্মী এএফপিকে জানিয়েছেন, মাথার পেছনে গুলির ক্ষতসহ ফ্লোরেসের লাশ মালিনাল্টেপেকের একটি ভ্যানের পেছন থেকে উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement