ব্রিটেনের নির্বাচনে প্রভাব ফেলতে পারে যেসব বিষয়
- আলজাজিরা
- ২৩ জুন ২০২৪, ০১:৫৬
আগামী ৪ জুলাই ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই আলোচনা, সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা। আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে রেকর্ডসংখ্যক প্রার্থী দেশজুড়ে প্রচারণা চালাচ্ছেন। ব্রিটেনের নির্বাচন কমিশনের হিসাব মতে, চার হাজার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে এবার, যা অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।
নির্বাচনী এক জরিপে দেখা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী (সাবেক প্রধানমন্ত্রী) ডেভিড ক্যামেরনসহ পাঁচ নেতার নেতৃত্বে এক দশকেরও বেশি সময় ধরে চলা কনজারভেটিভ দলের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। ভোটের ফলাফলে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে মূলত দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। এদের একটি হচ্ছে কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিষ্ট পার্টি বা সংক্ষেপে কনজারভেটিভ পার্টি। দলটির আরেকটি প্রচলিত নাম টোরি। ‘টোরি’ আইরিশ শব্দ যার আভিধানিক অর্থ অন্বেষণ করা। অন্য দলটি হলো লেবার পার্টি, যারা এখন বিরোধী শিবিরে অবস্থান করছে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে অর্থনৈতিক স্থবিরতা, আবাসন সঙ্কট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন ও বৈদেশিক নীতির বিষয়গুলো আলোচনার শীর্ষে রয়েছে। কোন দল ক্ষমতায় এসে এসব সমস্যা মোকাবিলা করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে তাই এখন দেখার বিষয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা