১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

-


রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মস্কো যে কোনো সময়, যে কোনো জায়গায় ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে পশ্চিমারা ইউক্রেনে তার শান্তি উদ্যোগের বিরোধিতা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।
বক্তব্যে পুতিন প্রশ্ন রাখেন, কেন রাশিয়ার প্রস্তাবকে অবাস্তব বলে সমালোচনা করা হচ্ছে। যেখানে একইভাবে ইউক্রেনের দেয়া আল্টিমেটামের কোনো সমালোচনা করা হয়নি। এমনকি সেখানে মস্কোর জন্য অগ্রহণযোগ্য কিছু শর্তও রাখা হয়েছে। সে ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তোলেনি।
ভিয়েতনাম সফররত পুতিন বলেন, বুদ্ধিমান রাজনীতিবিদরা যদি সত্যই সঙ্ঘাতের অবসান ঘটাতে চান, তাহলে তারা ইউক্রেনের বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে ভাববেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর নির্ভর করে শর্তের ধারাও পাল্টে যেতে পারে।

এ সময় পুতিন জোর দিয়ে বলেন, কিয়েভ যদি ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহারের বিষয়টিকে শান্তি আলোচনার সূচনার সাথে যুক্ত করে, তাহলে কখনই এ আলোচনা হবে না। বক্তব্যের এক পর্যায়ে পুতিনকে ইউক্রেন প্রেসিডেন্ট ভøদিমির জেলেনস্কির বৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে হয়ত পশ্চিমারা তার জায়গায় অন্য কাউকে বসাবে।
ন্যাটো জোটের পারমাণবিক বাহিনীকে সতর্ক করার বিষয়ে সংস্থার মহাসচিব জেনস স্টলটেনবার্গের মন্তব্যের বিষয়ে পুতিন বলেন, রাশিয়া এর উদ্দেশ্যগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে এর পর্যাপ্ত জবাবও দেয়া হবে। পুতিন বলেন, তারা বিরোধীদের পদক্ষেপের ওপর ভিত্তি করে পারমাণবিক মতবাদে পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে। তবে এতে পূর্বনির্ধারিত কোনো পারমাণবিক হামলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই জানিয়ে পুতিন বলেন, রাশিয়ান বাহিনী কেবল প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম ‘পাল্টা হামলা চালায়’।
এর আগে সুইজারল্যান্ডে এক শান্তি সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া ইউক্রেন থেকে তার সব সেনা সরিয়ে নেয়ার পাশাপাশি দখলকৃত সব অঞ্চল ছেড়ে দিলে আগামীকালই শান্তি আলোচনায় বসতে রাজি কিয়েভ। রাশিয়া আবার জানিয়েছিল, রাশিয়ার সাথে অঙ্গীভূত জায়গাগুলো ছেড়ে দিয়ে ইউক্রেনের সেনা আরো ভিতরের দিকে নিয়ে গেলেই শান্তি আলোচনা সম্ভব। মূলত বিপরীত দুই মেরুতে অবস্থানরত দুই প্রতিপক্ষের আলোচনার মধ্যে পুতিন আবারো শান্তি প্রচেষ্টা নিয়ে কথা বললেন।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল