০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ক্রেমলিন যোগ : ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করছে বাইডেন প্রশাসন

-

ক্রেমলিনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির ওপর মস্কোর যে প্রভাব, তা যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য ঝুঁঁকি তৈরি করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জিনা রেইমান্ডো।
তিনি বলেন, ‘আমেরিকানদের ব্যক্তিগত তথ্যসংগ্রহ ও তা হাতিয়ার হিসেবে ব্যবহারে রাশিয়ার সক্ষমতা ও অভিপ্রায়ের কারণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।’ মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রিসহ কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেটও করা যাবে না।’
তবে এ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে ক্যাসপারস্কি বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন কোনো কার্যকলাপে তারা জড়িত নয়। বাইডেন প্রশাসনের এ নিষিদ্ধের ঘোষণাটি কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। ওইদিন থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন ব্যবসাও নিয়ন্ত্রণ করা হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বিক্রেতাদেরকে বাণিজ্য বিভাগের জরিমানার মুখ পড়তে হবে। রুশ সামরিক গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগে ক্যাসপারস্কির আরো দু’টি রুশ এবং যুক্তরাজ্যভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকা যুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।
অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে রাশিয়ার এ সফটওয়্যার প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে হোমল্যান্ড সিকিউরিটি রুশ গোয়েন্দাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ফেডারেল নেটওয়ার্কগুলোতে ক্যাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস নিষিদ্ধ করেছিল।

 


আরো সংবাদ



premium cement