০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গাজা যুদ্ধে ইসরাইলের ৭০ হাজার সেনা পঙ্গু

-

ইসরাইলের চ্যানেল সেভেন টিভি জানিয়েছে তাদের সেনাবাহিনীর ৭০ হাজার সদস্য পঙ্গু হয়ে গেছে। গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের ৯ মাস অতিক্রান্ত হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই। উল্টো বরং তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সঙ্কটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ইসরাইলের চ্যানেল সেভেন টিভি আরো জানিয়েছে, ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আহত আট হাজার ৬৬৩ জনসহ ইসরাইলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মতো ৭০ হাজার ছাড়িয়েছে।
ওই খবরে আরো বলা হয়েছে শতকরা ৩৫ ভাগ ইসরাইলি সেনা ৭ অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১ ভাগ সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। ইসরাইল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে তারা চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় ২০ হাজার নতুন আহত সেনাসদস্যকে চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইলি টিভি চ্যানেল সেভেন-এর খবরে বলা হয়েছে : প্রতি মাসে এক হাজারেরও বেশি নতুন আহত পুরুষ ও মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয়। আহতদের শতকরা ৯৫ ভাগ পুরুষ। তাদের প্রায় শতকরা ৭০ ভাগই রিজার্ভ সেনা।
ইসরাইলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে, আহতদের মধ্যে শতকরা প্রায় ৪০ ভাগ যারা ২০২৪ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ-উৎকণ্ঠা, বিষণœতা, আঘাত পরবর্তী মানসিক চাপসহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে।


আরো সংবাদ



premium cement