০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আফ্রিকান শান্তিরক্ষী প্রত্যাহার বিলম্বিত করতে চায় সোমালিয়া

-

আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের প্রত্যাহার বিলম্বিত করতে চাইছে সোমালিয়া সরকার। দেশটিতে নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে আল শাবাব ক্ষমতা দখল করতে পারে বলেও আতঙ্কিত প্রতিবেশী দেশগুলো। সরকারি নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
গত মাসে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় সোমালিয়া সরকার। চিঠিতে জুনের শেষের দিকে যেসব সেনাদের প্রত্যাহার করার কথা ছিল তাদের সেপ্টেম্বর পর্যন্ত মোতায়েন রাখতে বলা হয়েছিল। সোমালিয়ায় অবস্থানরত শান্তিরক্ষা বাহিনী আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়ার (এটিএমআইএস) ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সেনাদের প্রত্যাহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুনের শেষে প্রায় ২ হাজার সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এদের পরিবর্তে একটি ছোট নতুন বাহিনী আসবে বলে আশা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement