১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পিছিয়ে পড়ছে বিশ্ব : জাতিসঙ্ঘ

-

পরিবেশ, স্বাস্থ্য ও ক্ষুধা মোকাবেলার মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পিছিয়ে পড়ছে বিশ্ব। জাতিসঙ্ঘের এক রিপোর্টে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে যে, ২০১৫ সালে সম্মত হওয়া ওইসব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশির ভাগের ক্ষেত্রেই পথ হারিয়েছে বিশ্ব। যার মধ্যে রয়েছে দারিদ্র্য ও ক্ষুধা মোকাবেলা।
তহবিল ঘাটতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং কোভিড-১৯ মহামারীর কারণে এমনটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জাতিসঙ্ঘের বার্ষিক টেকসই উন্নয়ন রিপোর্টে ব্যাপক-পরিসরের ১৭টি ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এসডিজি) বাস্তবায়নে ১৯৩টি সদস্য রাষ্ট্রের কর্ম সম্পাদনের র‌্যাংকিং করা হয়েছে।
এসব লক্ষ্যমাত্রার মধ্যে আছে- শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নত করাসহ, স্বচ্ছ জ্বালানি সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষার মতো বিষয়গুলোও। এতে দেখা গেছে, ১৭টি লক্ষ্যের কোনোটিই ২০৩০ সালের মধ্যে পূরণ হওয়ার পথে নেই। বেশির ভাগ লক্ষ্যমাত্রাই হয় সীমিত আকারে বাস্তবায়ন হয়েছে, নয়তো অবস্থা আগের চেয়ে আরো শোচনীয় হয়েছে।
ফলে রিপোর্টে বিভিন্ন দেশকে তহবিলের দীর্ঘদিনের ঘাটতি মোকাবেলা করা এবং জাতিসঙ্ঘ ব্যবস্থা পুনর্গঠনেরও আহ্বান জানানো হয়েছে। জাতিসঙ্ঘের ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’ এর (এসডিএসএন) ভাইস প্রেসিডেন্ট ও প্রতিবেদনের প্রধান লেখক গিলিয়াম লাফরচুন বলেন, ‘এই রিপোর্টে যা দেখা যাচ্ছে তাতে প্রতীয়মান হয় যে, মহামারী হওয়ার আগেও অগ্রগতি অত্যন্ত ধীর ছিল।’ ‘মহামারী দেখা দেয়ার পর সামরিক সঙ্ঘাতসহ অন্যান্য সঙ্কট শুরু হলে এই অগ্রগতি স্থবির হয়েছে।’
রিপোর্টে ক্ষুধা মোকাবেলা, টেকসই শহর সৃষ্টি এবং ভূমি ও পানিতে জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যমাত্রাকে দুর্বলতার বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো রাজনৈতিক লক্ষ্যগুলোও বাস্তবায়ন হতে দেখছে না বিশ্ব। রিপোর্টে বলা হয়, ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্ক এ তালিকার শীর্ষে রয়েছে। চীনও গড়ের চেয়ে দ্রুত অগ্রগতি অর্জন করেছে, তবে বিশ্বের দরিদ্রতম দেশগুলো আরো পিছিয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement