বোয়িংয়ের নতুন ত্রুটি শনাক্ত
- রয়টার্স
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
কয়েকদিন ধরেই বিভিন্ন ত্রুটি ধরা পড়ছে যুক্তরাষ্ট্রের বিমান উৎপাদনকারী সংস্থা বোয়িংয়ের বিমানে। এবার নতুন করে সামনে এলো আরেক সমস্যার বিষয়। আর এটি জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষই। তারা বলেছে, এবার নতুন ত্রুটি ধরা পড়েছে তাদের ৭৮৭ ড্রিমলাইনার বিমানে।
সংস্থাটি জানিয়েছে, এখনো ডেলিভারি না দেয়া কিছু ৭৮৭ ড্রিমলাইনারে ভুলভাবে আটসাঁটোভাবে লাগানো ফাস্টনার খুঁজে পাওয়া গেছে। এই ত্রুটি ধরা পড়েছে দক্ষিণ ক্যারোলিনার একটি কারখানায়। এটির কারণে এই সিরিজের বিমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে একটি সূত্র জানিয়েছে, বোয়িং জানার চেষ্টা করছে কিভাবে ভুলটি হলো। এ ছাড়া এই সমস্যা সমাধানে কত সময় লাগবে সেটিও বোঝার চেষ্টা করছে তারা।
নতুন সমস্যার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছে বোয়িং। তবে এটি বিমান সময়মতো ডেলিভারি দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে তারা।
এমন ত্রুটির জন্য বোয়িংয়ে কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। সংস্থাটির বিনিয়োগকারীরাও আতঙ্কে রয়েছেন। আর নতুন ত্রুটি তাদের চিন্তা আরো বাড়িয়ে দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বছরের শুরুতে মাঝ আকাশে বোয়িংয়ের একটি ৭৮৭ ম্যাক্স বিমানের দরজা খুলে পড়ে যায়। এরপর এই সিরিজের বিমানগুলো চলাচল বন্ধ করে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা