১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে ৭ লাখ সেনা : পুতিন

-

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে প্রায় সাত লাখ সেনা। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শুক্রবার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সেনাদের সাথে এক বৈঠকের সময় এ তথ্য দেন পুতিন।
রুশ সরকারের দেয়া তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বরে এই ইউক্রেনে রুশ সেনা সংখ্যা ছিল ছয় লাখ ১৭ হাজার। সেই হিসাবে বর্তমানে ইউক্রেনে রাশিয়ার সেনাসংখ্যা প্রায় এক লাখ বেশি। চলতি বছরের এপ্রিলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বছরের শুরু থেকে ১ লাখেরও বেশি রুশ নাগরিক স্বেচ্ছায় সামরিক বাহিনীতে ভর্তি হয়েছেন।
এ দিকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরুর জন্য ইউক্রেনকে শর্ত বেঁধে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। শর্ত অনুযায়ী, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেয়ার আশা বাদ দিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে রাশিয়ার দাবি করা অঞ্চলগুলো থেকে ইউক্রেনের সৈন্য প্রত্যাহার করে নিতে হবে।


আরো সংবাদ



premium cement