সুদানে এক শহরে নিহত অন্তত ২২০
- এএফপি
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
সুদানের এল-ফাশার শহরে লড়াইয়ে ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) নিয়ন্ত্রণের বাইরে দারফুর অঞ্চলের শেষ শহর এটি। একটি মেডিকেল দাতব্য সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বলেছে, এল-ফাশারে লড়াইয়ে কমপক্ষে ২২৬ জন নিহত এবং এক হাজার ৪১৮ জন আহত হয়েছে। সামগ্রিকভাবে মৃতের সংখ্যা অনেক বেশি বলে মনে করা হলেও চলমান বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল যুদ্ধের মধ্যে আহতরা চিকিৎসা পায়নি।
এমএসএফের জরুরি কর্মসূচির প্রধান মিশেল-অলিভিয়ের লাচারিট বলেন, ‘এল-ফাশারের পরিস্থিতি বিশৃঙ্খল।’ সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের বিরুদ্ধে সুদানের সামরিক বাহিনী প্রায় বছরব্যাপী যুদ্ধ করছে। এ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এল-ফাশার শহর। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা শহরে এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ১০ মে শহরটিতে তীব্র লড়াই শুরু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা