০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

চীনের সমালোচনায় জি-৭ নেতারা

-

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারো বেইজিংয়ের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। তারা বলছেন, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধকে আরো ‘জোরদার’ করছে। ইতালিতে জি-৭ সম্মেলনে এই বার্তা এসেছে তাদের কাছ থেকে। দুই দিনব্যাপী এই সম্মলনের দ্বিতীয় দিন শুক্রবার চীন নিয়ে আলোচনা করেন নেতারা।
বেইজিংয়ের সাথে বাণিজ্য লড়াই এড়িয়ে কিভাবে তাদের শিল্পকারখানা রক্ষা করা যায়, সেদিকেই তারা মূলত গুরুত্ব দিচ্ছেন। জি-৭ শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সকে চীনের সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সাথে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে সবুজ প্রযুক্তি নিয়ে কিভাবে ন্যায্য ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোচনা করছেন। শুক্রবার এক বিবৃতিতে জি-৭ নেতারা বলেন, রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটির প্রতি চীনের সহায়তা রাশিয়াকে অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করছে।
‘আমরা চীনকে অস্ত্রের উপাদান ও সরঞ্জামসহ যুদ্ধের বিভিন্ন উপকরণ হস্তান্তর বন্ধ করার আহ্বান জানাচ্ছি’, বলা হয় বিবৃতিতে। রাশিয়াকে সহায়তা করছে, এমন চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপসহ আরো কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন জি-৭ নেতারা। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আছে, চীন মস্কোকে ট্যাংক, যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যান উৎপাদন বাড়াতে সহায়তা করছে। তবে বেইজিং এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেছে, তারা কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। বরং পণ্য রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে কিছু চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


আরো সংবাদ



premium cement