গাজার শিশুদের জন্য ঈদে সঙ্গী দুঃখ ও যন্ত্রণা
- আলজাজিরা
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
সারা বিশ্বের মুসলমানরা যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই গাজার শিশুদের জন্য উৎসবটি এমন এক সময়ে এসেছে যখন তারা সীমাহীন দুঃখ ও যন্ত্রণার মাঝে নিমজ্জিত। একে তো নেই বিশুদ্ধ খাবার পানি, তার ওপর নেই পর্যাপ্ত খাবার ও বাসস্থান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধে কমপক্ষে ৩৭ হাজার ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৩৭ জন। ‘গাজায় এমন কিছুই নেই যা ঈদ উদযাপন বা এমনকি এর আনন্দকে প্রতিফলিত করতে পারে’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে গাজার একজন শিশুকে শোনা যাচ্ছে এমন কথা বলতে।
ফিলিস্তিনি শিশুটির ভাষ্যমতে, ‘আমরা আশা করেছিলাম যে যুদ্ধ কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হবে, তবে মাস নয়। আমরা ইতিমধ্যে পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর পার করেছি এবং আমরা সেগুলি উদযাপন করতে পারিনি’। ওই শিশু আরো বলেছে, “এখন ঈদুল আজহা প্রায় কাছাকাছি এবং আমাদের কাছে কিছুই নেই। কোরবানির জন্য পশু বা নতুন পোশাক কেনার জন্য অর্থ নেই। হত্যা আর ধ্বংস ছাড়া আমাদের আর কিছুই নেই। শোক আর যন্ত্রণার মাঝেই এলো ঈদ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা