যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সতর্কতা কানাডিয়ান প্রতিষ্ঠানের
- পলিটিকো
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বাধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কানাডার পলিসি আউটলুক। শুধু তা-ই নয়, মার্কিন গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে অটোয়াকে সতর্ক করার পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির পরিণতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে বলেছে। ৩৭ পৃষ্ঠার প্রতিবেদনে কানাডিয়ান পলিসি আউটলুক বলেছে, “যদি যুক্তরাষ্ট্রে মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার সম্ভাবনা রয়েছে।”
জানা গেছে, এই গবেষণায় যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। এই প্রতিবেদনটি উল্লেখ করে, আমেরিকান প্রকাশনা পলিটিকো লিখেছেন, “আমাদের প্রতিবেশী (কানাডা) আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছে এটা চিন্তার বিষয়! কানাডার রিপোর্ট চমকপ্রদ! এটা রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়। তবে একটি বিদেশী এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি আমেরিকার সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে।”
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা