ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯
- বিবিসি ও আলজাজিরা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভি রিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, ক্রিভি রিহ শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পাঁচ শিশুসহ নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। ইউক্রেনের অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, বুধবার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদের মধ্যে পাঁচটি শিশু আছে।
এর আগে ওই ভবনের চার বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানা গিয়েছিল। জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এখন ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুরও আনা হয়েছে।
ক্রিভি রিয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর। এখানে হামলার যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। জেলেনস্কি ক্রিভি রিয়ায় রাশিয়ার হামলায় নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে যে, ইউক্রেনকে তার অংশীদারদের সাথে নিয়ে বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে হবে।’
ইউক্রেনের জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে তুলে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। হামলার পর ক্রিভি রিয়ার ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা