১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হংকংয়ের নির্বাসিত ৬ গণতন্ত্রপন্থীর পাসপোর্ট বাতিল

-

ব্রিটেনে নির্বাসনে থাকা গণতন্ত্রপন্থী ছয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে হংকং। দেশটির অভ্যন্তরীণ নতুন নিরাপত্তা আইন অনুসারে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই ছয়জনকে ‘পলাতক অপরাধী’ হিসেবেও অভিহিত করা হয়েছে। হংকং সরকার বলেছে যে, পলাতক এই ছয়জনের ভ্রমণ নথি বাতিল করার পাশাপাশি হংকংয়ে স্বর্ণ এবং যেকোনো ব্যবসায়িক লেনদেন থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল বুধবার হংকংয়ের একজন সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এই পলাতক অপরাধীরা ব্রিটেনে লুকিয়ে আছে এবং তারা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডে নির্লজ্জভাবে জড়িত।’ তিনি আরো বলেন, ‘হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলকে কলঙ্কিত ও অপবাদ দেয়ার জন্য তারা মিথ্যা এবং ভয়ঙ্কর মন্তব্যও করেছেন।


আরো সংবাদ



premium cement