ব্রাজিলে ভয়াবহ দাবানল
- বিবিসি
- ১২ জুন ২০২৪, ০০:০৫
ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্যটিতে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের প্যান্তানাল অঞ্চলের অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল থামানোর লক্ষ্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রায় ৩২ হাজার হেক্টর অঞ্চল পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় আগুন সহজে ছড়িয়ে পড়েছে। দাবানলের ফলে এরই মধ্যে প্যান্তানালের প্রায় ৩২ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। প্যান্তানালকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় জলাভূমি। এ ছাড়া এ অঞ্চলে বিপুল পরিমাণ জাগুয়ার, দৈত্যাকার অ্যান্টইটার, রিভার ওটারের মতো প্রাণি পাওয়া যায়।
ইতিহাস বলছে, ২০২০ সালের পর এ বছর দাবানলে অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। সে বছরের দাবানলে প্যান্তানালের প্রায় ৩০ শতাংশ অঞ্চল আগুনে পুড়ে গিয়েছিল। অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের দাবানল একটু আগেভাগেই শুরু হয়েছে এবং তা আগের বছরের তুলনায় আরো তীব্র। ব্রাজিলের আইএনপিই পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ৯ জুন পর্যন্ত দাবানলের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ বেশি।