১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নায়ক জেমস লসনের মৃত্যু

-

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নায়ক জেমস লসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের দীক্ষা নিতে ভারত ভ্রমণ করেছিলেন তিনি। লসন গত রোববার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মারা যান বলে গত সোমবার তার পরিবার জানিয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন। লসন আমেরিকার কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের প্রধান কৌশলবিদ হিসেবে কাজ করেছেন।
অহিংস উপায়ে কিভাবে পুলিশ ও শ্বেতাঙ্গ উগ্রবাদীদের নৃশংসতা ও হুমকি প্রতিহত করা যায়, সে বিষয়ে অসংখ্য আন্দোলনকর্মীকে শিখিয়েছেন তিনি। মার্টিন লুথার কিং অনেকবার লসনের এ কৌশলের প্রশংসা করেছেন। যে দিন গুপ্ত হামলা চালিয়ে লুথার কিংকে হত্যা করা হয়, তার আগের দিনও এক বক্তৃতায় তিনি লসনকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের লড়াইয়ে যেসব ‘মহান মানুষের সবচেয়ে বেশি অবদান রয়েছে তাদের একজন’ বলে বর্ণনা করেন। লসনের সাথে যখন লুথার কিংয়ের দেখা হয়, তখন দু’জনের বয়সই ছিল ২৮ বছর।


আরো সংবাদ



premium cement