১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইয়েমেন উপকূলে নৌকাডুবি : মৃত্যু ৩৮ নিখোঁজ ১০০

-

হর্ন অব আফ্রিকা থেকে রওনা হয়ে ইয়েমেন উপকূলে পৌঁছানোর পর সাগরে নৌকাডুবিতে অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেনের এডেন উপকূলে ঘটনাটি ঘটেছে বলে সোমবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীরা উদ্ধারকারীদের জানান, নৌকাটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিল, প্রবল বাতাসের তোড়ে সেটি ডুবে যায়।
বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এডেনের পূর্ব দিকের রুদুম জেলার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির আরোহীরা সবাই অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশির ভাগই ইথিওপিয়া থেকে আসা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য তারা ইয়েমেনকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে।
রুদুম জেলার শীর্ষ কর্মকর্তা হাদি আল-খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। জেলে ও স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার পাওয়া আরোহীরা জানিয়েছেন, তাদের সাথে নৌকাটিতে থাকা আরো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। “তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। জাতিসঙ্ঘকে ঘটনাটির বিষয়ে জানানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement