১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হিজবুল্লাহর হামলায় ইসরাইলের আয়রন ডোম ধ্বংস

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ইসরাইলের রামোত নাফতালি সামরিক ঘাঁটিতে ধ্বংস হওয়া ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চারগুলোর ছবি : ইন্টারনেট -

লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে। তারা প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে। আর ইসরাইলের গর্বের আয়রন ডোমের ওপর এটাই প্রথম সফল হামলা।

ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা ৯০ সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরাইলের রামোট নাফতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উড়তে দেখায়। আঘাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায়। বৃহস্পতিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে। যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিসের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুজম্যান বলেছেন, ‘এই প্রথম মনে হচ্ছে যে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ‘ফিলিস্তিনি সংগঠনগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে।’

উল্লেখ্য, গত অক্টোবরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও আইডিএফ লেবানন ও ইসরাইলের সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে। যদিও হিজবুল্লাহর নেতারা দাবি করেছেন যে তারা ইসরাইলের সাথে সহিংসতার একটি বড় বৃদ্ধিতে আগ্রহী নয়, দলটি হামাসের সাথে সংহতি প্রকাশ করে সীমান্তে ক্রসফায়ারে জড়িত রয়েছে। গাজায় ইসরাইলি হামলার আট মাসে আশঙ্কা বাড়ছে যে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এবং লেবাননকে যুদ্ধে টেনে আনবে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল