১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিকিমে প্রবল বৃষ্টিতে পাহাড় ধস, মৃত ৩

-

প্রবল বৃষ্টি, বন্যা, পাহাড় ধসের কবলে ভারতের উত্তরাঞ্চল। সিকিমে প্রবল বৃষ্টিতে একটি গ্রামের আটটি বাড়ি ধসে পড়েছে। ধসে এই পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসামের কিছু এলাকা এখনো পানির নিচে। এ ছাড়াও সিকিমের ওই গ্রামের অনেকের খোঁজ মিলছে না। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
গত কয়েক দিন ধরেই পাহাড় এবং সমতলে ভারী বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির কারণে ধস হয়েছে সিকিমে। একাধিক এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া যাচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। সেখানকার ইয়াংগাংয়ের মজুয়া গ্রামে পর পর আটটি বাড়ি ধসে গেছে। বাড়ির নিচে চাপা পড়েছেন অনেকে। তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা।

 

 


আরো সংবাদ



premium cement