কঙ্গোয় অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিচার শুরু
- এএফপি
- ১০ জুন ২০২৪, ০০:০৫
কঙ্গোতে অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি কমপক্ষে ৫০ জন। এর মধ্যে তিনজন মার্কিন এবং একজন বেলজিয়ামের নাগরিক আছেন। কঙ্গোর সেনাবাহিনীর দাবি, তারা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। রাজধানী কিনসাসায় সামরিক আদালতের বিচারক ফ্রেডি ইহুমে বলেছেন, যদি তিন মার্কিনি অভিযুক্ত হন, তাহলে তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
প্রথমেই আদালতে মুখোমুখি করা হয়েছে তিন মার্কিনিকে। তারা হলেন- মারসেল মালাঙ্গা (২১), টেইলর থম্পসন (২১) এবং বেনজামিন রুবেন জালমান পোলুন (৩৬)। আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এরপর এনডোলো সামরিক কারাগারে অভিযোগ শুনানি করতে বিশাল তাঁবুর নিচে তৈরি কোর্টে একে একে উপস্থিত করা হয় অন্য বিবাদি বা আসামিদের। এ সময় সবার পরনে ছিল নীল ও হলুদ পোশাক।
স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের সময় শুরু হয় শুনানি। শুনানি পর্যবেক্ষণ করেন পশ্চিমা কূটনীতিক, সাংবাদিক ও আইনজীবীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা