১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রুশ উপ-বিচারমন্ত্রী ওলেগ সভিরিদেনকো

সমকামিতা দিয়ে নৈতিক ও ধর্মীয় ভিত্তিকে লক্ষ্যবস্তু করছে পশ্চিমারা

-

পশ্চিমারা দীর্ঘ দিন ধরে সম্মিলিতভাবে ‘এলজিবিটি’ তথা ‘সমকামী জাতীয়তাবাদী’ আন্দোলন দিয়ে রাশিয়ার নৈতিক ও সাংস্কৃতিক, ধর্মীয় ভিত্তি, বিবাহ ও পরিবারের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন দেশটির উপ-বিচারমন্ত্রী ওলেগ সভিরিদেনকো। তিনি বলেন, এই কারণেই রাশিয়ায় ‘এলজিবিটি আন্দোলন’ নিষিদ্ধ করা হয়েছে। এর মতাদর্শ ঐতিহ্যগত মূল্যবোধকে বিপন্ন করে। স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) তিনি এ কথা বলেন।
ওলেগ সভিরিদেনকো বলেন, ‘এলজিবিটি আন্দোলন’ একটি ধ্বংসাত্মক মতাদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা রাশিয়ার সংস্কৃতি ও জনসংখ্যার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এটি শেষ পর্যন্ত লিঙ্গ যুদ্ধের সূত্রপাত করতে পারে। ২০২৩ সালে রাশিয়ায় সমকামী ধাঁচের আন্দোলন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে ওই কর্মকর্তা জানান, তার মন্ত্রণালয় দীর্ঘ দিন ধরে এই গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। ১৯৮৪ সাল থেকে রাশিয়ায় এই কার্যক্রম পশ্চিমাদের দ্বারা পরিচালিত হয়েছে, যা পরিবার ও বিবাহের ঐতিহ্যগত মূল্যবোধ ভেঙে ফেলার ধ্বংসাত্মক মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। এটি রাশিয়ার জনসংখ্যার পরিস্থিতির জন্য হুমকি তৈরি করছে। সভিরিডেঙ্কো দাবি করেছেন, সমকামী আন্দোলনের সাথে যুক্তরা বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর কাছ থেকে তহবিলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও সুইডেনের মতো দেশ থেকে নানা অনুদান পেয়েছে।
সংগৃহীত প্রমাণের ভিত্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ অবশেষে এই আন্দোলন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আন্তর্জাতিক এলজিবিটি সম্প্রদায়কে একত্রিত করার ভিত্তি এমন একটি মতাদর্শ, যা রাশিয়ান সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে। তিনি বলেন, এলজিবিটি সম্প্রদায়ের প্রতিনিধিরা, তারা সহজেই চরমপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট মতাদর্শিক পরিকল্পনা ও বিভিন্ন ধরনের চরমপন্থী প্রকাশের বাহক হয়ে ওঠে। লিঙ্গ চরমপন্থা এবং সমকামী জাতীয়তাবাদের আকারে তাদের কর্মকাণ্ডে ‘সর্বাত্মক লিঙ্গ যুদ্ধের’ আহ্বান রয়েছে।


আরো সংবাদ



premium cement