জাপানে জন্মহার আরো কমেছে, সমাধান খুঁজছে সরকার
- জাপান টাইমস
- ০৮ জুন ২০২৪, ০০:২৫
সরকারি নানা উদ্যোগের পরও জাপানে বছরের পর বছর ধরে চলে আসা জন্মহারের নিম্নগামিতা এবার ঠেকেছে নতুন রেকর্ডে। তাই তরুণরা যাতে বিয়ে করে সংসারি হয়ে সন্তান জন্মদানে মনোযোগী হয়, সেজন্য মরিয়া দেশটির সরকার ডেটিং অ্যাপ চালু করতে যাচ্ছে।
জাপানের স্বাস্থ্য ও শ্রমকল্যাণ মন্ত্রণালয় শুক্রবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, ১২ কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশটিতে গত বছর মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাপানি নারীদের প্রজনন হার ১.২৬ থেকে ১.২০ তে নেমে এসেছে।
একজন নারী তার জীবদ্দশায় যতজন সন্তানের জন্ম দেন, তার ওপর ভিত্তি করেই জন্মহার নির্ধারণ করা হয়। একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল থাকার জন্য ২.১ প্রজনন হার প্রয়োজন। এই হারের জনসংখ্যা বৃদ্ধি পেলে শিশু এবং তরুণদের সংখ্যা বাড়ে। যেমনটি দেখা যায়, ভারত এবং আফ্রিকার দেশগুলোতে। প্রায় অর্ধ শতাব্দী ধরে জাপানে প্রজনন হার ২.১ এর নিচে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা