মেক্সিকো সীমান্তে কড়াকড়ির আদেশ দিয়ে সমালোচনার মুখে বাইডেন
- রয়টার্স
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দিয়ে মেক্সিকো সীমান্তে কড়াকড়ির পদক্ষেপ নিয়ে প্রতিপক্ষ রিপাবলিকানদের ঘোর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাটদেরও কেউ কেউ বাইডেনের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড শরণার্থীর ভিড় কমাতে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে বাইডেন মঙ্গলবার নতুন এক নির্বাহী আদেশ দিয়েছেন।
এ আদেশের আওতায়, মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ধরা পড়া শরণার্থীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করতে পারবেন না। তা ছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ধরা পড়লে কর্মকর্তারা সাথে সাথে তাদেরকে মেক্সিকোতে ফেরত পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে তাদের আশ্রয় প্রার্থনার আবেদনও পক্রিয়াকরণ হবে না। আদেশটি কার্যকর হয়ে যাওয়ার কথা মধ্যরাত থেকেই। আদেশ অনুযায়ী, কড়াকড়ি তখনই আরোপ করা হবে যখন মেক্সিকো সীমান্তে এক সপ্তাহে দৈনিক গড় অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতারের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতারের সংখ্যা এখন এই সংখ্যার তুলনায় অনেক বেশি। এপ্রিলে গড়ে দিনে গ্রেফতার হয়েছে চার হাজার ৩০০ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা