১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না-পশ্চিমাদের এমন অনুমান ভুল

পশ্চিমে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের

-

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানার অনুমতি দেয়া হলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের ওপর আঘাত হানার মতো দূরত্বে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার প্রথমবারের মতো পশ্চিমা বার্তা সংস্থাগুলোর সিনিয়র সম্পাদকদের সাথে মুখোমুখি বৈঠকে বসেছিলেন পুতিন (৭১)।
সেখানে তিনি বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমের এমন অনুমান ভুল, ক্রেমলিনের পারমাণবিক নীতিকে হালকাভাবে নেয়া উচিত নয়। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে ন্যাটো প্রধান ইয়েন্স স্টোলটেনবার্গ যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে প্রশ্নে পুতিন সতর্ক করে বলেন, কিয়েভকে আরো শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ার আঘাত হানার অনুমতি দেয়া হবে গুরুতর বাড়াবাড়ি যা পশ্চিমকে রাশিয়ার সাথে একটি যুদ্ধের দিকে টেনে নিয়ে আসবে।
পুতিন বিশেষভাবে মার্কিন এটিএসিএমএস এবং ব্রিটিশ ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র পদ্ধতির উল্লেখ করে জানান, রাশিয়ার জবাব হবে পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে উড়িয়ে দেয়া। পুতিন জানান, যেসব রাষ্ট্র ইউক্রেনকে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দেবে তাদের ওপর আঘাত হানার মতো দূরত্বে একই ধরনের উচ্চ প্রযুক্তির, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা বিবেচনা করছে মস্কো।
‘যদি আমরা দেখি এই দেশগুলো রুশ ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে তাহলে আমরা একটি পথে জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করি। সাধারণভাবে এটি খুব গুরুতর সমস্যার পথ হবে,’ বলেন তিনি। রয়টার্স জানিয়েছে, কোথায় তিনি এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন পুতিন তা নির্দিষ্ট করে জানাননি। বার্ষিক সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামকে সামনে রেখে নতুন নির্মিত ৮১-তলা গ্যাজপ্রম টাওয়ারে বসে সাংবাদিকদের সাথে তিন ঘণ্টা কথা বলেন পুতিন।
প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সরবরাহ করা কিছু ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে সামরিক লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানার অনুমতি দিয়েছেন। তবে ওয়াশিংটন এখনো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভকে রাশিয়ায় আঘাত হানার অনুমতি দেননি। এটিএসিএমএস ও কিয়েভকে দেয়া যুক্তরাষ্ট্রে অন্যান্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতা সর্বোচ্চ ৩০০ কিলোমিটার। ৩ মে কিয়েভ সফরের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রয়টার্সকে বলেছিলেন, ব্রিটেনের দেয়া ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার ভেতরের লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানার অধিকার ইউক্রেনের আছে, তবে এটি তারা করবে কি না তা কিয়েভের ওপরই নির্ভর করছে।


আরো সংবাদ



premium cement