১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা

-

ক্লাউদিয়া শেইনবাউম লাতিন আমেরিকার দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। কিন্তু জয়ের মাত্র ২৪ ঘণ্টা পর এক মেয়রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গত সোমবার এ ঘটনা ঘটে। আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে বলেছে, মিচোয়াকান রাজ্য সরকার ‘কোটিজার পৌরসভার সভাপতি (মেয়র) ইয়োলান্ডা সানচেজ ফিগুয়েরো হত্যার’ নিন্দা করেছে।
ব্যাপক লিঙ্গভিত্তিক সহিংসতাপ্রবণ দেশটিতে শিনবাউমের বিশাল বিজয় পরিবর্তনের আশা জাগানোর মধ্যেই এই নারী মেয়রকে হত্যা করা হলো। ২০২১ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া সানচেজকে জনবহুল রাস্তায় গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ হত্যার বিষয়ে বিস্তারিত আর জানায়নি তবে বলেছে, খুনিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।
এর আগেও মিচোয়াকানের প্রতিবেশী জালিসকো রাজ্যের গুয়াদালাজারা শহরের একটি শপিংমল থেকে বের হওয়ার সময় গত বছরের সেপ্টেম্বরে এই রাজনীতিবিদকে অপহরণ করা হয়েছিল। তিন দিন পরে ফেডারেল সরকার বলেছিল যে তাকে জীবিত পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শক্তিশালী মাদক চক্রের অন্তর্গত অপহরণকারীরা মেয়রকে অপহরণ করেছিল। অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে পৌরসভার পুলিশ বাহিনীর পদক্ষেপের বিরোধিতা করে তারা হুমকি দিয়েছিল।
মিচোয়াকান একটি পর্যটন রাজ্য এবং সমৃদ্ধ কৃষি-রফতানি শিল্পের জন্য বিখ্যাত, তবে চাঁদাবাজি ও মাদক পাচারকারী চক্রের উপস্থিতির কারণে এটি দেশের অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে। এদিকে বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজ্ঞানী ক্লাউদিয়া শেইনবাউম (৬১)। তিনি দেশটির ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজের স্থলাভিষিক্ত হবেন তিনি।


আরো সংবাদ



premium cement