ট্রাম্প দোষী সাব্যস্ত ব্যক্তি, প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন : বাইডেন
- রয়টার্স
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘দোষী সাব্যস্ত ব্যক্তি’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, তবে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠবেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। ব্যবসায়িক নথিপত্রে এ-সংক্রান্ত তথ্য গোপন করায় দায়ের হওয়া মামলায় গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।
গত সোমবার কানেটিকাটের গ্রিনউইচে নির্বাচনী তহবিল সংগ্রহ করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে ছোট একটি দাতা দলের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন সাবেক প্রেসিডেন্ট যিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং পুনরায় প্রেসিডেন্ট হতে চাইছেন। কিন্তু যতটা না বিরক্তিকর, তার চেয়েও ক্ষতিকর বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় সর্বাত্মক আক্রমণ চালাচ্ছেন।’
আদালতে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়াকে নিজেদের নির্বাচনী প্রচারে সর্বতোভাবে কাজে লাগাতে চাইছেন বাইডেন ও তার নির্বাচনী শিবির। বাইডেন পক্ষ থেকে ট্রাম্পকে ‘দোষী সাব্যস্ত ব্যক্তি’ আখ্যায়িত করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ট্রাম্প শিবিরের একজন মুখপাত্র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা