বুথফেরত জরিপ না মেলায় ভারতের শেয়ারবাজারে ধস
- এনডিটিভি
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। রেকর্ড উচ্চতায় উঠার পর, এবার নামল ধস। বেলা বাড়ার সাথে সাথে পতন হতে থাকে সূচকের। গতকাল মঙ্গলবার ভোট গণনার শুরুতে বাজার ছিল চাঙ্গা। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখা গেল, আভাস অনুযায়ী আসন পায়নি এনডিএ। তাতেই এ ধস। ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তখনো ভারতীয় স্টক মার্কেটের সূচক ছিল রেকর্ড উচ্চতায়।
কিন্তু সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় কোটি কোটি টাকা।
সোমবার শেয়ারবাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও রেকর্ড গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। বিশেষজ্ঞদের মতে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। সমীক্ষা না মেলায় তাই ধস নামছে বাজারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা