১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

-

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনদিন আগে বুথফেরত জরিপগুলো যে হিসাব প্রকাশ করেছিল তার সাথে বাস্তবের ফলাফলের বিস্তর পার্থক্য দেখা গেছে। জরিপগুলোতে এনডিএর সহজ জয়ের পূর্বাভাস দিলেও বাস্তবে তা হয়নি। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে ১ জুন। ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদমাধ্যমে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করে। প্রায় সবগুলো বুথফেরত জরিপই বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে বিপুল ব্যবধানে এগিয়ে রেখেছিল।
জন কি বাত তাদের জরিপে বলেছিল-এনডিএ ৩৬২ থেকে ৩৯২টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোটকে তারা দিয়েছিল ১৪১ থেকে ১৬১ আসন এবং অন্যদের ১০ থেকে ২০ আসন। ইন্ডিয়া নিউজ ডায়নামিক্সের জরিপে বলা হয়েছিল, ৩৭১ আসন পেতে চলেছে এনডিএ। ইন্ডিয়া জোট পাবে ১২৫ এবং অন্যরা ৪৭ আসন। রিপাবলিক টিভির ম্যাট্রিজ এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, এনডিএ পাবে ৩৫৩ থেকে ৩৬৮ আসন। ইন্ডিয়া জোট ১১৮ থেকে ১৩৩ এবং অন্যরা পেতে পারে ৪৩ থেকে ৪৮ আসন।
একই সময়ে, রিপাবলিক টিভির পিএমএআরকিউ এক্সিট পোলের তথ্য মতে, এনডিএ ৩৫৯, ইন্ডিয়া জোট ১৫৪ এবং অন্যরা ৩০ আসন পেতে পারে। টিভি৯ নেটওয়ার্ক, পোলস্ট্র্যাট পিপলস ইনসাইটের এক্সিট পোল অনুযায়ী বলা হয়েছিল, এনডিএ পেতে পারে ৩৪৬ আসন। ইন্ডিয়া জোট ১৬২ এবং অন্য দলগুলো ৩৫ আসন পেতে পারে। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রতিটি জরিপেই এনডিএকে সাড়ে তিনশ’ বা তারও চেয়ে বেশি আসন দেয়া হয়েছিল। বাস্তবে এখন দেখা যাচ্ছে- তাদের পক্ষে তিন শ’ অতিক্রম করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অথচ তখন বলা হয়েছিল, এক কোটি জনগণের মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বুথফেরত সমীক্ষা!
পশ্চিমবঙ্গেও বিজেপিকে এগিয়ে রেখেছিল জরিপগুলো। জান কি বাত-এর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল ১৬ থেকে ১৮, বিজেপি ২১ থেকে ২৬ এবং বাম জোট ৩ আসন পাবে। নিউজ ১৮ মেগা এক্সিট পোলের সমীক্ষায়, পশ্চিমবঙ্গের ৪২ আসনে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে দেখা গেছে, বিজেপি ২৬ থেকে ৩১ এবং তৃণমূল ১১ থেকে ১৪ আসন পেতে পারে। সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলেছে, ১৩ থেকে ১৭ আসন পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৭ আসন।
কিন্তু আনন্দবাজার পত্রিকার সর্বশেষ লাইভ আপডেটে দেখা গেছে, তৃণমূল এগিয়ে রয়েছে ৩২ আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ১২ আসনে। বুথফেরত জরিপ অনেক সময়েই মেলে না। কিন্তু তাই বলে এত পার্থক্য, তাও আবার সবগুলো জরিপেরই এমন দুরবস্থা দেখে অনেকেই এই জরিপ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


আরো সংবাদ



premium cement
প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান

সকল