জার্মানিতে বিক্ষোভ সমাবেশে ছুরিকাঘাতে আহত পুলিশের মৃত্যু
- রয়টার্স
- ০৪ জুন ২০২৪, ০০:০৫
জার্মানির মানহাইম শহরে ডানপন্থীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে ছুরিকাঘাতে আহত এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির বাডেন ভুয়ের্টেমবার্গ রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার মানমাইমের কেন্দ্রস্থলের একটি মার্কেট চত্বরে ২৫ বছর বয়সী এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এতে ছয়জন গুরুতর আহত হয়।
তিনি ওই পুলিশ কর্মকর্তার মাথায় বেশ কয়েকবার ছুরিকাঘাত করে, বিবৃতিতে বলেছে পুলিশ। এতে আরো বলা হয়, হামলার পরপরই ২৯ বছর বয়সী ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি কোমায় ছিলেন কিন্তু রোববার বিকেলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে, এতে সে আহত হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা