১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু

উত্তরপ্রদেশে নির্বাচনী কর্মকর্তারা গরম থেকে বাঁচতে একটি পার্ক করা বাসের নিচে বিশ্রাম নিচ্ছেন : ইন্টারনেট -

ভারতে শেষ ধাপের ভোট চলাকালীন উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত ৩৩ জন ভোটকর্মী। উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, গত শনিবার ভোটের শেষ দিনে শুধু উত্তর প্রদেশেই এত ভোটকর্মী মারা গেছেন। রোববার রিনাওয়া সাংবাদিকদের জানিয়েছেন, মৃতদের মধ্যে নিরাপত্তারক্ষী ও স্যানিটেশন কর্মীও রয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে অন্তত ২১ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
ভোটের শেষ দিনে রাজ্যের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ঝাঁসি শহরের তাপমাত্রা ছিল ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাজ্যের বালিয়ায় তাপমাত্রা উদ্বেগজনকভাবে ৬১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এ ছাড়া বিহারের শনিবার অন্তত ১০ জন ভোটকর্মী হিটস্ট্রোকে মারা গেছেন। বিহার নির্বাচনী অফিস জানিয়েছে এ সংখ্যা বাড়তে পারে।

 


আরো সংবাদ



premium cement