আবারো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
- আলজাজিরা
- ০২ জুন ২০২৪, ০০:০৫
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর ফলে দেশটির পাঁচটি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছেন, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী।
ইউক্রেনারগো আরো বলেছেন, পূর্ব ডোনেটস্ক, দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশের কেন্দ্র ও পশ্চিমে অবস্থিত যথাক্রমে কিরোভোহরাদ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের বিমান কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার নিক্ষেপ করা ৫৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৫টি এবং ৪৭টি ড্রোনের মধ্যে ৪৬টিই ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। মার্চ মাস থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ফলে দেশটির তাপ ও জলবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে আছে। এ ছাড়া ব্যাপকভাবে তাদেরকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা প্রায় কিয়েভের জন্য অসাধ্য হয়ে উঠেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা