১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হাউছিদের

সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি
-


লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেন, লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি জানিয়েছে, ইয়েমেনের তিনটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
এ দিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাউছি সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশন। সানা, হোদাইদাহ ও তায়েজে হোদাইদাহ রেডিওর একটি ভবনসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়, এতে বেসামরিক লোকজন নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটসহ হাউছিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
এর আগে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ঝুঁঁঁকি হ্রাস করতে’ সতর্কতার সাথে এসব হামলা চালানো হয়েছে। লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। হাউছিরা বলছে, চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরাইলের সাথে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে।

ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা
এদিকে প্রেস টিভির সূত্রে জানা যায়, ইসরাইলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরাইলি বাহিনীর দুটি সেনা জমায়েতকেও লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার ইসরাইলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায়। গাজার বাসিন্দাদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদেই এ হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, জাল আল আলাম সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায়। এ ছাড়াও আদাথেরেও তারা একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে। রামথা ও জেবদিনে ইসরাইলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরাইলের জারাইত সেনাঘাঁটিকেও লক্ষ্যবস্তু করে। এ হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে। এ ছাড়াও আরো কয়েকটি ইসরাইলি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরাইল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুই পক্ষের কেউই ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি।

হাউছিরা লোহিত সাগরের জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় ইয়েমেনে ১৬ জন নিহত হওয়ার পর এই হুমকি দিলো হাউছিরা। হাউছিদের আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বিঘ্ন ঠেকাতে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযান শুরুর পর ইয়েমেনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হাউছিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য ১৩টি হাউছি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হাউছি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাতি বলেন, মার্কিন-ব্রিটিশ আগ্রাসন আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। উত্তেজনা বৃদ্ধির সাথে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল