১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আরো দুই মামলায় খালাস ইমরান খান

-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আরো দুইটি মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত বছরের ৯ সহিংসতার দুটি মামলা থেকে থেকে তাকে খালাস দেন।
ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ টাউন থানায় করা দু’টি মামলা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর শাব্বির। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় পিটিআই প্রতিষ্ঠাতাকে খালাস দেয়া হলো।
এর আগে গত বছরের ৯ মের দাঙ্গাসংক্রান্ত দু’টি মামলায় গত ১৫ মে খালাস পেয়েছিলেন ইমরান খান। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল তার খালাসের আদেশ জারি করেছিলেন। তিনিই দাঙ্গার মামলাগুলোকে চ্যালেঞ্জ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর করেছিলেন। ইমরানের বিরুদ্ধে ওই দু’টি মামলাই ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা হয়েছিল।

 

 


আরো সংবাদ



premium cement