ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিতে চায় মেক্সিকো
- মিডল ইস্ট আই
- ৩০ মে ২০২৪, ০০:০৫
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় অংশগ্রহণ করার জন্য মঙ্গলবার একটি অংশগ্রহণ ঘোষণা নথিভুক্ত করেছে মেক্সিকো । আইসিজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের জন্য ইসরাইলকে অভিযুক্ত করা দেশগুলোর ক্রমবর্ধমান তালিকায় মেক্সিকোও রয়েছে। জানুয়ারি থেকে কলম্বিয়া ও লিবিয়াও এই মামলায় যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। মিসর ও তুরস্কসহ অন্য দেশগুলোও মামলায় যোগদান করার আগ্রহ দেখিয়েছে।
নিকারাগুয়াও আইসিজে সংবিধির ৬২ ধারার অধীনে মামলায় যোগদানের জন্য আবেদন করেছিল। কলম্বিয়া সংবিধির ৬৩ ধারার অধীনে একটি ভিন্ন ধরনের হস্তক্ষেপের অনুরোধ করেছিল । গণহত্যা কনভেনশনের অনুচ্ছেদ ৬৩ অনুযায়ী যে কোনো স্বাক্ষরকারী দেশ মামলায় হস্তক্ষেপ করতে পারে। কারণ এটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সব পক্ষকে প্রভাবিত করে। মেক্সিকোর ঘোষণায় এটি উল্লেখ করা হয়েছে।
মেক্সিকো বলেছে যে সশস্ত্র সঙ্ঘাতের সময় গণহত্যা সংঘটিত হতে পারে এবং গণহত্যা অপরাধের মূল উদ্দেশ্য হলো অপরাধী নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করতে চায়। মেক্সিকো বলেছে, জেনোসাইড কনভেনশন শুধু গণহত্যাকেই নিষিদ্ধ করে না বরং সম্পূর্ণ বা আংশিকভাবে একটি জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়কেও বাধা দেয়। মেক্সিকো তার আবেদনে মানবিক সহায়তায় ইচ্ছাকৃতভাবে বাধা দেয়ার ‘একটি সুরক্ষিত গোষ্ঠীর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস এবং শ্রেণী বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করার’ বিষয়টি উত্থাপন করেছে। মানবিক সাহায্য প্রদানে বাধা দান করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনোসাইড কনভেনশনের অনুচ্ছেদ ২ এর আলোকে অবশ্যই পরীক্ষা করা উচিত বলে মনে করে মেক্সিকো । মেক্সিকোর আবেদনপত্রে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের কথাও উল্লেখ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা