১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক যুগ পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ সৌদির

-

এক যুগেরও বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রদূত হিসেবে ফয়সাল আল-মুজফেলকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১২ সালে দেশটিতে বন্ধ হয়ে গিয়েছিল সৌদি দূতাবাস। এক যুগেরও বেশি সময় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর এ বছরের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব।
এর আগে সিরিয়া গত বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করেছিল। ডিসেম্বরে তারা নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- রিয়াদ-দামেস্ক সম্পর্ক পুনঃস্থাপন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর বেশির ভাগ পশ্চিমা ও আরব দেশ দামেস্কর সাথে কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করেছিল।


আরো সংবাদ



premium cement

সকল