০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাইডেন ও শি’কে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির

-

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসন্ন শীর্ষ সম্মেলনে তাদেরকে উপস্থিত থাকার জন্য গতকাল রোববার এই আহ্বান জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে বেশ অগ্রসর হয়েছে রুশ বাহিনী। অপর দিকে ২৭ মাস ধরে রুশ আক্রমণ প্রতিরোধ করতে লড়াই করছে ইউক্রেন। কিয়েভ প্রত্যাশা করছে, জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সাহায্য করবে। এদিকে রাশিয়া বলেছে, এই শান্তি সম্মেলনে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি।
গত বৃহস্পতিবার একটি ছাপাখানায় রুশ বিমান হামলা পর জেলেনস্কি বলেন, এই শীর্ষ সম্মেলনে দেখা যাবে, বিশ্বের কোনো নেতা এই যুদ্ধের অবসান ঘটাতে চান। বিশ্ব নেতাদের প্রতি অনুনয় করে জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের নেতৃত্ব দেখান। শুধু দুই পক্ষের হামলা বন্ধ নয়, পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
রণক্ষেত্রের বর্তমান সম্মুখ রেখাকে স্বীকৃতি দেয়ার শর্তে যুদ্ধবিরতি আলোচনার জন্য পুতিনের রাজি থাকার কথা রয়টার্সকে রুশ সূত্র জানানোর দু’দিন পর জেলেনস্কি এই মন্তব্য করলেন। জেলেনস্কি ও ইউক্রেনের সমর্থকরা বলছেন, শুধু যুদ্ধবিরতি হলে তা রাশিয়াকে আবার সশস্ত্র ও সংগঠিত করতে সহায়তা করবে। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ফ্রন্টের বিভিন্ন অংশে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়া।


আরো সংবাদ



premium cement