০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড নিহত ১৪

-

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানীর একটি চাপা গলির ভেতর অবস্থিত পাঁচতলা ওই ভবনটি থেকে ফায়ারফাইটাররা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভবনটির নিচতলায় বৈদ্যুতিক বাইসাইকেল বিক্রি এবং মেরামতের দোকান ছিল। বৈদ্যুতিক বাইসাইকেলের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জননিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আগুনে হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এর আগে গত বছর সেপ্টেম্বরে হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে অন্তত ৫৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। ওই ঘটনায় ৩৭ জন আহত হন।


আরো সংবাদ



premium cement