চীনে গ্যাস বিস্ফোরণে নিহত ১ আহত ৩
- রয়টার্স
- ২৪ মে ২০২৪, ০০:০৫
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনের এক আবাসিক ভবনে সম্ভবত গ্যাস বিস্ফোরণে একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণে ভবনটির কয়েকটি তলার বারান্দা উড়ে গেছে বলে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে পড়া আবর্জনা ও কনক্রিটের টুকরা ভবনটির সামনের রাস্তায় পড়েছিল।
চায়না ডেইলি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে হারবিনের শিয়ানফাং এলাকার একটি ভবনে ঘটনাটি ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর কারণ বলে সন্দেহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনের কেন্দ্রস্থলীয় ভবনটির চতুর্থ তলায় বিস্ফোরণটি ঘটেছে। বাসিন্দারা বিস্ফোরণের একটি জোরালো শব্দ শুনেছেন। তারা সন্দেহ করছেন, এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।
যে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটেছে সেটিসহ আশপাশের আরো কয়েকটি ফ্ল্যাটের বারান্দা উড়ে গেছে। ঘটনার সাথে সাথেই লোকজন দৌড়ে ভবনটি থেকে বের হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন। গ্যাস বিস্ফোরণ সন্দেহ করা হলেও ঘটনা তদন্ত করে দেখা হবে বলে চায়না ডেইলি জানিয়েছে।
নিকটবর্তী একটি উড়ালপুলে চলন্ত একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর উড়ন্ত আবর্জনা মহাসড়কে এসে পড়ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা