ব্রিটিশদের খাবার ও পানি মজুদের পরামর্শ
- স্কাই নিউজ
- ২৪ মে ২০২৪, ০০:০৫
ব্রিটেনের নাগরিকদের খাবার, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ব্রিটিশ সরকার নতুন একটি ওয়েবসাইট চালু করে এই পরামর্শ দিয়েছে। ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন এই ওয়েবসাইট উন্মোচন করেন।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে আপৎকালীন টর্চলাইট, টিনজাত মাংস, পানির বড় বোতলসহ বিভিন্ন শুকনো খাবার মজুদ করার পরামর্শ দিয়েছে প্রিপেয়ার ক্যাম্পেইন নামের ওয়েবসাইটে। সেখানে মূলত জৈব নিরাপত্তাসঙ্কট, বন্যা, বিদ্যুৎ-জ্বালানির সঙ্কট কিংবা যেকোনো ধরনের অতিমারী মোকাবেলার জন্য এ ধরনের খাবার-পানি ও সরঞ্জাম মজুদের পরামর্শ দেয়া হয়েছে।
ওয়েবসাইটে ব্রিটিশ পরিবারগুলোকে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য অন্তত গড়ে তিন লিটার করে পানি মজুদ রাখার পরামর্শ দেয়া হয়েছে। তবে আরো আরামদায়ক জীবনযাপন, রান্না ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য জনপ্রতি অন্তত ১০ লিটার করে পানি মজুদের সুপারিশ করা হয়েছে। পানির পাশাপাশি শুকনো ও অপচনশীল খাবার, যা রান্নার প্রয়োজন নেই যেমন টিনজাত মাংস, শাকসবজি, ফলমূল এবং শিশুদের ও পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় খাবার সংরক্ষণের পরামর্শও দিয়েছে ব্রিটিশ সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা