মিত্রদের কাছে আবারো উন্নত প্রতিরক্ষাব্যবস্থা চান জেলেনস্কি
- রয়টার্স ও ডয়চে ভেলে
- ২৪ মে ২০২৪, ০০:০৫
খারকিভের উত্তরে আক্রমণ আরো তীব্র করেছে রাশিয়া। ফলে অঞ্চলটি থেকে মানুষ সরে যাচ্ছে এবং ইউক্রেনের পুলিশ তাদের সরে যেতে সাহায্য করছে বলে জানা গেছে। এই অবস্থায় রুশ ‘গাইডেড বোমা’ হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য উন্নত প্রতিরক্ষাব্যবস্থা দরকার বলে জানিয়েছেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চল খারকিভে রাশিয়ার বোমা হামলায় অন্তত ১০ বেসামরিক আহত হয়েছেন। ওই হামলায় সেখানে একটি ক্যাফে ও একটি বসতবাড়ির কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের একজন ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক। রুশ বেমা হামলায় তার দু’পা-ই জখম হয়েছে। রাশিয়ার এসব হামলায় দিথগি¦দিক হয়ে পড়েছে খারকিভ অঞ্চলের বেসামরিক লোকজন। তারা সেখান থেকে পালাতে চেষ্টা করছে।
অন্য দিকে খারকিভ থেকে ৪০০ মাইল দূরে অবস্থিত ইউক্রেনের চুহুইভ অঞ্চলে পৃথক আরেক রুশ হামলায় সাত বেসামরিক গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। সেখানে মস্কোর হামলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা পুলিশের সহায়তায় ওসব অঞ্চল ত্যাগ করছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, উত্তর-পূর্ব খারকিভে বেসামরিকদের সরিয়ে নিতে যাওয়া দুই পুলিশের গাড়িতে বোমা ছুড়েছে রুশ সেনারা। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাড়িতে থাকা অন্যদের অবস্থার কথা এখনো জানা যায়নি। এ ছাড়া রাশিয়ার বেলগোরোড সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে হামলা চালিয়েছে মস্কো বাহিনী। এতে ওই অঞ্চলেও একজন প্রাণ হারিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা