১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন ৫ লাখ

-

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আবারো হামলা করেছে রাশিয়া। মঙ্গলবার রাতভর সুমি অঞ্চলের জ্বালানি স্থাপনায় এ হামলা চালিয়েছে দেশটি। এতে পাঁচ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বুধবার সকালের মধ্যেই বেশির ভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
এ হামলার কারণে চের্নিহিভ ও খারকিভ অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হয়েছিল। সেখানেও তা পুনরুদ্ধার করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত সাতটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী।
পশ্চিমাদের জব্দ সম্পদ : চলতি সপ্তাহে ইতালিতে গ্রুপ অব সেভেনের (জি-৭) অর্থমন্ত্রীদের বৈঠক হতে যাচ্ছে। এবারের বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হিসেবে ইউক্রেন যুদ্ধে কিভাবে জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করা যাবে এবং আন্তর্জাতিক বাজারে চীনের ক্রমবর্ধমান রফতানি শক্তিকে মোকাবেলার করা যাবে সেসব বিষয় স্থান পাবে। কর্মকর্তারা বলেছেন, বৈঠকে উভয় বিষয়ে একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করবেন নেতারা।


আরো সংবাদ



premium cement